আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২০ ধামরাই আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের সংসদ সদস্য পদ-প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নৌকা মার্কার ভোট চাইলেন ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোরছালিন সরদার ও ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহ-সম্পাদক তুহিন আহমেদ।
শনিবার (৩০ ডিসেম্বর) মোরছালিন ও তুহিন এর নেতৃত্বে ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজার থেকে একটি মিছিল বের করে নৌকার প্রচারনা চালায়। মিছিলটি ভাড়ারিয়া ইউনিয়নের প্রত্যেকটা সড়ক পদক্ষিন কর এবং একাধীক স্থানে জনমংযোগ করে নৌকা প্রতীকে ভোট চায়।
মিছিল শেষে সন্ধায় ভাড়ারিয়া বাজারে উঠান বৈঠক আয়োজন করেন। এতে বক্তব্য দেন ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোরছালিন সরদার,ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহ-সম্পাদক তুহিন আহমেদ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই,সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। সারা দেশের উন্নয়নের অংশ হিসাবে ধামরাইও পিছিয়ে নেই,ব্যপক উন্নয়ন হয়েছে ধামরাইয়ে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নৌকায় ভোট দিন।