ঢাকা জেলার ধামরাই থানা পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি ধামরাই থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ ও ওসি অপারেশন নির্মল কুমার দাস।
পরিদর্শনের শুরুতেই ধামরাই থানা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি। পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন অতিরিক্ত ডিআইজি।
পরে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার)।