পরিবেশক বান্ধব ধামরাই গড়ার প্রত্যয়ে কর্মসূচি নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপারায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল-জামান এর নিজ বাস ভবনে এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও যুবকরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান সিআইপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বাবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ মকুল,কালামপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মোসলেম উদ্দিন মুসা,ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর রহমান আকাশ,যুবলীগ নেতা আলমগীর কবির,জাহিদুল ইসলাম জাহিদ,কামরুল হাসান,ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।