ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে দেপাশাই গ্রামে উপজেলা প্রশাসন পার্ক ও দেপাশাই বড়পাড়ায় খেলার মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকালে পার্ক ও খেলার মাঠ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার,কুশুরা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান,সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিব,সাধারণ সম্পাদক হাজী আব্দুল রফিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন প্রমুখ।