মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন ধামরাই উপজেলা বেসামরিক প্রধান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ-জামান (৯১) এর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) যহরের নামাজের পর ধামরাইয়ের কুশুরার ডালিপাড়া মাদ্রাসায় মাঠে এ কুলখানি ও দোয়া মাহফিল করা হয়।
কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রায় দশ হাজার মানুষ মরহুমের পরিবার ও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে দোয়া করেন।আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান সিআইপি ও তার ভাই বোনেরা এ কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।
কুলখানিতে আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান সিআইপি বলেন,আমার বাবা সব সময় এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, তিনি সব সময় ন্যায় বিচার করেছে কখনো কারও কাছ থেকে অন্যায় ভাবে কোন কিছু নেয়নি। সততা এবং আদর্শ নিয়ে চলাচল করেছে বলেই তিনি সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন। আমার পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পরবর্তীতে আমাদের ছেলে মেয়েরা গরীব অসহায় মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক সহ উপজেলা আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ-জামান (৯১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার ১৭ জুন বিকাল ৩টায় সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়ে রেখে মারা যান।