ঢাকার সাভারে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় ইব্রাহিম হোসেন বাবু ওরফে রাজু নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল। গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে তার এক স্বজন আশুলিয়া থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামি ও বাদী স্বজন হওয়ায় পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। এডিটের মাধ্যমে বাদীর নগ্ন ছবি তৈরি করেন রাজু। ওই ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয় মামলায়। ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামি।
ওই মামলায় বুধবার সন্ধ্যায় আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজুকে আদালতে পাঠানো হয়। রাজু পেশায় পরিবহন ব্যবসায়ী।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।