ঢাকার ধামরাইয়ে মাদক প্রতিরোধ,নিয়ন্ত্রন,সচেতনতা বিষয়ক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকালে উপজেলার সুতিপাড়ায় অবস্থিত এসডিআই- ফারমার্স ট্রেনিং সেন্টার (এফটিসি) সেন্টারে এ সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট সোহানা জেসমিন মুক্তা,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার,ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ,মাদক প্রতিরোধ নিয়ন্ত্রন ও সচেতনতা বিষয়ক কমিটির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,এসডিআই এর আঞ্চলিক ব্যাবস্থাপক অভিজিৎ দেবনাথ প্রমুখ।