মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন ধামরাই উপজেলা বেসামরিক প্রধান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ-জামান (৯১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ জুন) বিকাল ৩টায় সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়ে রেখে মারা যান।
মঙ্গলবার ২০ জুন ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে যহরের নামাজের পরে মরহুমের জানাজা শেষে ডালিপাড়া কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন মরহুমের ছেলে আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান।ব