বৃক্ষ রোপন সাপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের পথহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ (এমপি) ও সানোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন-সাধারণ সম্পাদক মাহাবুব রহমান এর নির্দেশে এ ফলদ গাছের চারা বিতরন সানোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আশিকুর রহমান (আশিক)।
উপস্থিত ছিলেন পথহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ধামরাই পৌর ছাত্রলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দাস সজল,পৌর ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,সাংগঠনিক সম্পাদক হিমেল হাসান প্রমুখ।
সানোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আশিকুর রহমান (আশিক) বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এ ভাবে প্রতিবছর বৃক্ষ রোপন সাপ্তাহ কর্মসূচী পালন করে।