“মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ স্লোগানকে ধারন করে ঢাকার ধামরাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাচ্চাদের পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সের চেতনা একাত্তর হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।