শেহনাজ গিল পাঞ্জাবের একজন মডেল-অভিনেত্রী। ২০১৫ সালে পাঞ্জাবি ছবিতে অভিষেক ঘটলেও বিগ বস ১৩’-তে তার সম্পূর্ণভাবে আত্মপ্রকাশ ঘটে। রিয়েলিটি শো শেষ হওয়ার পর পর রাতারাতি বদলে যায় শেহনাজের জীবন। খুব কম প্রতিযোগীই আছেন যারা শেহনাজ গিলের মতো ভালোবাসা অর্জন করেছেন। সেই থেকে শোর হোস্ট ভাইজানের সঙ্গেও খুব কাছের সম্পর্ক তার। এবার তার হাত ধরেই বলিউডে অভিষেক হলো এ গ্ল্যামার কন্যার। বলিউডে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কী জান’ সিনেমাটি। ২১ এপ্রিল ছবিটি বড় পর্দায় মুক্তি পায়। ফরহাদ সামজী পরিচালিত এই ছবিতে সালমান আর পূজা হেগড়ে জুটি বেঁধেছেন।
একইসঙ্গে এ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন শেহনাজও। তার অভিষেককে ঘিরে চর্চা তুঙ্গে। শেহনাজের অভিষেকের অপেক্ষায় অনেকদিন ধরেই তার ভক্তরা দিন গুনেছেন। অবশেষে পর্দায় অভিষেক হলো তার। ভাইজানের সঙ্গে তার বিশেষ ‘রসায়ন’ সব সময় ধরা পড়ে। প্রথম ছবিতেই ভাইজানের সঙ্গে কাজের প্রসঙ্গে শেহনাজের বক্তব্য, ‘আমি শুধু সালমান স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমি তা করেছি। সবাই বলে, ‘সালমান খান। সালমান খানের সঙ্গে কাজ করতে চাই। আমারও এ রকমটাই ছিল। তার অধীনে কাজ করা হোক বা তার পেছনে, কিংবা তার পাশে দাঁড়ানো হোক বা সামনে। আপনি সালমান খানের সেটে আছেন সেটাই বড় কথা।
তবে এরপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পরের রাস্তাটা আমাকে কিন্তু একাই হাঁটতে হবে। করে দেখাতে হবে।’ এ অভিনেত্রী তার অভিষেক ছবির জন্য ৫০ থেকে ৫৫ লাখ রুপিও নিয়েছেন বলে জানা যায়। এদিকে এরই মধ্যে সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এরই মধ্যে ১শ’ কোটর ঘরে সিনেমাটি। যদিও শুক্রবার এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল মাত্র ১৫.৮১ কোটি। যা ভাইজানের ছবির হিসেবে খুবই কম। এদিকে হলো ফেরত দর্শক বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেছেন। সিনেমা মুক্তির দ্বিতীয় দিনই বুঝিয়ে দিল এটি কেমন যাচ্ছে। ট্রেড অ্যানালিসিস্ট তরুণ আদর্শের টুইট অনুসারে, কিসি কা ভাই কিসি কি জান ২য় দিনের আয় একলাফে বাড়ল অনেকটা। ভারতীয় বাজার থেকে ঘরে তুলেছে ২৫.৭৫ কোটি।
আর শুক্র আর শনি মিলিয়ে মোট আয় দাঁড়াল ৪১.৫৬ কোটি। এই টাকার অঙ্ক মন্দ নয়। রবিবারও সম্ভবত ২০-২৪ কোটির কাছাকাছিই ব্যবসা করে এই সিনেমা। সব মিলে প্রথম সপ্তাহেই এ সিনেমা ছাড়িয়ে যাবে ১০০ কোটি। সালমান, পূজা ও শেহতাজ ছাড়া এই ছবিতে আছেন আরও ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, জসসি গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারিসহ অনেকে। দক্ষিণের মেগাস্টার রাম চরণ ভাইজানের এই ছবিতে ক্যামিও হিসেবে অভিনয় করেছেন। ভাইজান এই ছবিতে ‘ভাইজান’-এর ভূমিকায় আছেন। এই ছবির নায়ক হিসেবে তিনি ১২৫ কোটি রুপি নিয়েছেন। অন্যদিকে পূজা এই ছবিতে ‘ভাগ্যলক্ষ্মী’-র চরিত্রে দেখা দিয়েছেন। এই অভিনেত্রী সালমানের নায়িকা হতে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। এখন এই ছবির প্রতিদিন প্রায় ১৬ হাজার করে শো চলছে। হিন্দিতে এখন কেবল মাত্র এই ছবিটিই চলছে।