মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুল্লা,সোমভাগ,ভাড়ারিয়া ও ধামরাই ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে এ কম্বল বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
কম্বল বিতরন অনুষ্ঠানে স্বস্ব ইউনিয়নে সভাপতিত্ব করেন কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান,সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন,ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাসুম ও ধামরাই ইউনিয়নে পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।
বিতরন কালে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,আসক এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব,সানোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল,যুবলীগ নেতা হারুন অর-রশিদ রোকন,কামরুল ইসলাম,কুল্লা ইউনিয়ন আ’লীগ নেতা ও কুলসুম ফিড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ
প্রমুখ।