আগামী ১০ই ডিসেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার রেডিও কলোনী মাঠে জনসভা সফল করার লক্ষে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের আয়োজন যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে ধামরাই সিটি সেন্টারে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগরে সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ পনিরুজ্জামান তরুন,ধামরাই উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।