গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সোমভাগ ইউনিয়নের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ শাওনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি।
সমাবেশে নাজমুল হাসান অভি বলেন , দেশে আওয়ামিলীগের সন্ত্রাসীরা এখনো সক্রিয় রয়েছে। আমরা বিএনপির নেতা কর্মীর ১৭ বছর ঘরে থাকতে পারি নাই। আপনারা এখন শান্তিতে আছেন কিন্তু আপনারা যদি সন্ত্রাসী কার্যকলাপ বাদ না দেন তাহলে আপনারাও ঘরে থাকতে পারবেন না।
তিনি আরোও বলেন, শান্তিতে সমৃদ্ধিতে আপনারা থাকুন আপনাদের কোন সমস্যা নাই। যদি আপনারা আবারও অরাজকতা সৃষ্টি করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া দরকার আমরা তা নেবো। এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানির উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্ৰেফতারে দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।