ঢাকার ধামরাইয়ে পৌরসভাকে ময়লা আবর্জনা ফেলার জন্য তিনটি ভ্যান গাড়ি উপহার দিল বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই।
রবিবার (১৩ নভেম্বর) বিকেলে ধামরাই পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরের উপস্থিতিতে এ গাড়ি তুলে দেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন এসডিআইয়ের ধামরাই আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ, ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।
এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা ফেলার জন্য ধামরাই পৌরসভাকে আমাদের এই ক্ষুদ্র উপহার। ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, পৌরসভাকে তিনটি ভ্যান গাড়ি উপহার দেওয়ার জন্য এসডিআইকে ধন্যবাদ জানাচ্ছি।