ঢাকার ধামরাইয়ে লাইন্সেস বিহীন অবৈধ হাসপাতালে অভিযান পরিচালনা করছে ধামরাই উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। এর আগে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
হাসপাতাল দালান নির্মুল কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করে আইকন ডায়গনোস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ৫০০০ টাকা জরিমানা এবং সেবা ডায়গনোস্টিক ও আল মদিনা ডায়গনোস্টিককে মুছলেখা নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ভূয়া ডাক্তার ও লাইসেন্স না থাকার কারণে প্রতিষ্ঠানে জরিমানা এ মুছ লেখা নেয়া হয়েছে। হাসপাতালে দালাল নির্মুল ও অবৈধ হাসপাতাল বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ডা. আশিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক,সেনেটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া উপস্থিত ছিলেন।