ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
শুক্রবার (১১ অক্টোবর ) সারাদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মন্দির গুলোতে ভক্ত ও পুজারীদের খোঁজ খবর নেন তিনি।
এসময় পূজারী ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধামরাইয়ে ১৯৭ টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে। বর্তমান সরকার একটি অরাজনৈতিক সরকার আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে আমাদের সহায়তা করতে হবে।
তিনি আরোও বলেন, কেউ গুজবে কান দিবেন না। কোথাও সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর ফোন নাম্বার দেয়া আছে। এছাড়াও আমরা বিএনপি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
পূজার এই অষ্টমীর দিনে পৌরসভাসহ ধামরাইয়ের কয়েকটি ইউনিয়নের পূজা মণ্ডপে আর্থিক সহায়তাসহ সার্বিক খোঁজ খবর নেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহম্মেদ, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ শাহিন আহম্মেদ ভূইয়া (শাওন), ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক মীর আকিব, পারভেজ পাঠান, রাশেদ প্রমুখ।