ঢাকার ধামরাইয়ে ভিজ্যুয়াল মেলার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পৌরসভা চত্বরে এ মেলার উদ্ধোধন,আলোচনা সভা ও র্যালী করা হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর সভা চত্বরে এসে শেষ হয়।
সভায় ধামরাই উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে সচেতনমূলক নাটক এবং মেলায় অংশগ্রহনকারী ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এমপি ও মেয়র বিশেষ পুরস্কৃত করেন ১ম,২য়,৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে।
আরো উপস্থিত ছিলেন সাভার পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি মিয়া,ঢাকা জেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন,ধামরাই উপজেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খালেদ মাসুদ খান লাল্টু,দোহার পৌর সভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন,গোয়ালনন্দ পৌর সভার মেয়র মোঃ নজরুল ইসলাম,ধামরাই থানার (তদন্ত) ওসি মোমেনুর ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)