ঢাকার ধামরাইয়ে এক সাংবাদিকে হুমকির প্রতিবাদে মানব বন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। হুমকিদাতা নান্নার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা।
শনিবার সকাল ১১টার দিকে থানা স্ট্যান্ডে এ মানববন্ধন করেন স্থানীয় গণমাধম কর্মীরা।
জানা গেছে, গত ৮ মে উপজেলার নান্নার ইউনিয়নবাসি বেশি কর আদায়ের প্রতিবাদে পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দৈনিক সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। এরই জেরে সিরাজুল ইসলামকে ফোন দিয়ে যেখানেই পাবে সেখানে পা ভেঙে নলি ছুটিয়ে ফেলার হুমকি দেন চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। ওই রাতেই সাধারন ডায়রী করেন সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর পত্রিকার শামীম খান। দৈনিক আমাদের সময় মোঃ বাবুল হোসেন, দৈনিক ইনকিলাব আনিসুর রহমান স্বপন, দৈনিক ইত্তেফাক মোঃ মিজানুর রহমান, দীপ্ত টিভির মোঃ হালিম হোসেন, আমাদের নতুন সময় আদনান হোসেন প্রমুখ।
এসময় সাংবাদিকরা বলেন,সাংবাদিক সিরাজুলকে হুমকির ঘটনার আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সঠিক বিচার চাই পাইলে আগামীতে আরও বড় কর্মসূচি দিব।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা জিডি (সাধারণ ডায়েরি) নিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।