ঢাকার ধামরাইয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত তিন জন ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ।
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।