মিউজিক ভিডিও মডেল হয়েছেন ধীমন বড়ুয়া। এই প্রথম মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী মুন এবং সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ, কথাও লিখেছেন সানি আজাদ।
সুর ও সংগীত করেছেন আহমেদ সজিব,গানটি রিজিজের অপেক্ষায়, ধীমন বড়ুয়ার সাথে মডেল হিসেবে কাজ করেছেন বৃষ্টি চৌধুরী।
ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। অচিরেই গানটি রিলিজ হবে। এমনটাই জানালেন ধীমন।
বললেন, গানটি অনেক সুন্দর, মিউজিক ভিডিওতে আমি এই প্রথম কাজ করেছি, আমি চেষ্টা করেছি ভালো করার৷ বাকিটা দশকদের উপর।
তবে এটা দিয়ে আমি অভিজ্ঞতা নিয়েছি,’চকলেট’ নামের একটি সিনেমার কাজও করছি। সিনেমাটি নিমাণ করবেন ইমন বড়ুয়া,অচিরেই সিনেমাটির শুটিং শুরু হবে।