ঢাকার ধামরাইয়ে অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে বাংলাদেশ আর্ত মানবতা ফাউন্ডেশন।
মঙ্গলবার উপজেলার জয়পুরা বাজারের পুর্বপাশে নূরে-নূর জাহান হোটেল এন্ড রেস্টুরেন্টর সামনে ঈদের নতুন পোশাক বিতরন ও আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আর্ত-মানবতা ফাউন্ডেশন (বাফ) এর সহ-সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচারক শওকত হোসেন সৈকত সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।
উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু,সুহান ডায়াগনস্টিক সেন্টারের সত্তাধিকারী ডাক্তার আলমগীর হোসেন, ধামরাই পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক আঃ হামিদ,কেলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমান মুফতি বদর উদ্দিন,সাংবাদিক আশরাফুল ইসলাম,মোঃ সোহেল রানা,রবিউল করিম বিপ্লব,সিরাজুল ইসলাম প্রমুখ।