দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণ উপলক্ষ্যে ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে মাওলানা মোঃ নজরুল ইসলাম খান কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু করা হয়। পরে ২৫ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা ও গণভোজের মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ শামীম খান এর সভাপতিত্বে ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও ধামরাই উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান, আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস টিভির সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মাসুদ রানা, কালবেলা'র ধামরাই প্রতিনিধি ইমরান খান, জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা ধামরাই মোঃ সোহেল রানা,স্বাধীন সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি বিপ্লব হোসেন,সরেজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)