ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী ভেকু জব্দ ও ২লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) উপজেলার সানোড়া ইউনিয়নের আলোকদিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা।
অভিযানে মাটি ব্যবসায়ী জুয়েলের লিক থেকে ১টি এক্সকেভেটর (ভেকু) জব্দ ও মাটি বব্যসায়ী আব্দুল কাদের কে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।