বই পড়ি জীবন গড়ি, দেশ গড়ার শপথ করি’ এই স্লোগানকে সামনে রেখে অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন এর তৃতীয় কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১ শে বইমেলাতে বিভিন্ন স্টলে পাওয়া যাবে এই কাব্যগ্রন্থটি।
এশিয়া প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ফিলিস্তিনি আর্তনাদ এই কাব্যগ্রন্থ। একুশের বইমেলা কে সামনে রেখেই এশিয়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
লেখক অধ্যক্ষ, মোহাম্মদ হোসেন উদ্দিন এর সাথে আলাপকালে তিনি, প্রতিবেদককে জানান, ছাত্র জীবন থেকেই তার লেখার প্রবন ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছা থেকেই এশিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ফিলিস্তিনের আর্তনাদ। এটি তার জীবনের তৃতীয়তম কাব্যগ্রন্থ।
অধ্যক্ষ মোহাম্মদ হোসেন উদ্দিন আরো বলেন,আমার এই কাব্যগ্রন্থে আমি বর্তমান সমাজের নানামুখী প্রেক্ষাপট তুলে আনার চেষ্টা করেছি।
একুশে বইমেলাতে এশিয়া প্রকাশনীতে পাওয়া যাবে আমার এই বই। আমার এই বইয়ের জন্য নির্ধারিত খরচ হয়েছে। তার বাহিরে যে উপার্জন হবে সেটা আমি অসহায় মানুষদের কে বিলিয়ে দিব।
পরিশেষেতে পাঠকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনারা নিজেরা বই পড়ুন এবং বই নতুন প্রজন্মের হাতে তুলে ধরুন। আগামী প্রজন্মের থাকুক বইয়ের সাথে সংস্কৃতির সাথে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)