এগারো পেরিয়ে বারোতে পদার্পন, এগিয়ে যাবে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বর্নিল অনুষ্ঠানে ছিলো পবিত্র কোরআন থেকে তেলওয়াত,আলোচনা সভা, ফুলেল শুভেচছা ও কেককাটা।
এশিয়ান টিভির ঢাকা উত্তর পশ্চিম প্রতিনিধি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ সময় ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ সহ ধামরাই উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।