দ্বাদশবেনজীর আহমদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো বিপুল ভোটে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকা বাসী।
শুক্রবার বিকালে ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে ভাড়ারিয়া বাজারে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।
অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠানের ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম সরদার এর সভাপতিত্বে ও ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সহ সম্পাদক মোঃ তুহিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ সময় ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।