মোঃ সোহেল রানা: ঢাকার ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) নবযুগ ডিগ্রী কলেজের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন যাদবপুর চির সবুজ সংঘ বনাম সোহেল খান একাদশ। পরে ১/০ গোলে জয়লাভ করে যাদবপুর চির সবুজ সংংঘ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা-নূর ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিকে (ঢাকা২০) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান সি.আই.পি।
খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ এর সাবেক আন্তর্জাতিক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ ফজলে আলী। প্রিয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল মাহামুদুল হক।
সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ মুকুল,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,যুবলীগ নেতা আলম কবির,জাকারিয়া দিপু,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।