ঢাকার ধামরাইয়ে আওয়ামী যুবলীগের আলোচনা সভা,নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালামপুর বাজারের পউষী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ আলোচনা সভা করা হয়। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় দেশব্যাপী ১৭-২৫ সেপ্টেম্বর সাপ্তাহ জুড়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
আলোচনা সভাটি সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ।
সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু জীবন চন্দ্র দাস। সঞ্চালনা করেন পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সানোয়ার হক সুজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম,বিশেষ বক্তা হিসাবে বক্তব্য পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হানিফ,উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)