“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ –২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি আর্জনে মৎস্য অফিস কর্তৃক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা বিআরডি’র সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনিন নাহার,নির্বাচন অফিসার আয়শা আক্তার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ মিজানুর রহমান,ক্ষেত্র সহকারি আমিনুল ইসলাম প্রমুখ।