পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা বাড়িয়েছে ধামরাই থানা ও গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও নিসচা'র সদস্যরা।
ঈদে ঢাকা-আরিচা মহাসড়কের উপরে হাট-বাজার, ভ্রাম্যমাণ দোকান পাট, রেন্টিকার স্ট্যান্ড, গাড়ি পার্কিং এবং সড়কে বেপরোয়া ভাবে যানবহন চলাচল করার ফলে দুর্ঘটনার ঘটছে এছাড়াও সড়কে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে সরকারের উর্ধতন কর্মকর্তাদের। তাই সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক ঈদের সামনে পুলিশি তৎপরতা বাড়ায় ধামরাই থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশ। এই কাজে সার্বিক সহযোগিতা করেন নিসচা'র ধামরাই শাখার সদস্যরা।
নিসচা'র ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া বলেন, সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে আমরা জনসচেতনতা সহ ট্রাফিক কার্যক্রম পরিচালনা করে থাকি। ঈদ যাত্রাকে কেন্দ্র আমরা ২৫ জুন হতে ২৮ জুন পর্যন্ত মহাসড়কে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন,ঈদ কে সামনে রেখে সারাদেশের ন্যায় ধামরাইয়েও আমরা কঠোর ব্যবস্থাপনা করছি। ঘরমুখো মানুষের জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে পাশাপাশি নিসচা' ধামরাই শাখার সদস্যরা আমাদের সাথে এই কাজে অংশ নিচ্ছিন।
গোলড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ঈদ উপলক্ষে সড়কে যেকোনও ধরনের নৈরাজ্য বন্ধ ও যানজটমুক্ত রাখতে থানা- জেলা পুলিশের পাশাপাশি গোলড়া হাইওয়ে থানা পুলিশও নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে হাইকোর্ট ও সরকার এসব যান চলাচলকে নিষিদ্ধ আরোপ ঘোষণা করেছেন। আমরাও এসব যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)