লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ নিউ হেরিটেজ এর উদ্যোগে হাজার হাজার চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের এবং ঔষধ প্রদান করা হয়েছে।
শুক্রবার (০২ জুন) উপজেলার সুতিপাড়ায় অবস্থিত এসডিআই- ফারমার্স ট্রেনিং সেন্টার (এফটিসি) সেন্টারে এ চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক,জেলা গভর্নর লায়ন বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত,লায়ন আহাম্মদুজ্জামান,পিডিজি লায়ন এটিএম নজরুল ইসলাম,কেবিনেট সেক্রেটারি লায়ন শেখ কামাল,কেবিনেট ট্রেজারার লায়ন লতিফ সিদ্দিক,এসডিআই এর আঞ্চলিক ব্যাবস্থাপক অভিজিৎ দেবনাথ প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)