ঢাকার ধামরাইয়ে কৃষকের পাকা ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
মঙ্গলবার (২ মে) ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন ও সাধারন সাম্পাদক মাহাবুব রহমান এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের একটি দল ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের কৃষক বাচ্চু মিয়া এর ২৫শতাংশ জমির পাকা ধান কেটে দিয়েছে ধামরাই উপজেলা ছাত্রলীগের কর্মীরা।
ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন বলেন -বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন – সাধারন সম্পাদক শেখ ইনান ও ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম – সাধারন সম্পাদক মনির হোসেন এবং ঢাকা -২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর দিক- নির্দেশনায় আমরা সব সময় দেশের সকল সংকট সময়ে সাহসীকতার সাথে সাধারণ মানুষের পাশে ছিলাম -আছি- থাকবো। কৃষকদের এই দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে যাচ্ছে যাবে।আর যতদিন এ সংকট থাকবে ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কৃষক বাচ্চু মিয়া বলেন,শ্রমিক সংকটের কারনে আমি ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার ২৫ শতাংশ একটি জমির পাকা ধান কেটে দেয়। আমি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন হোসেন,শাকিল হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক আশিকুর ইসলাম,মিনহাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আশ শবীব,হাবিবুর রহমান আকাশ সহ উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের আরো অনেক নেতা কর্মীরা এ পাকা ধান কাটার কাজে অংশ গ্রহন করেন।