চীন থেকে আমদানি করা পণ্যের মূল্য ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধ করবে আর্জেন্টিনা। বুধবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। লাতিন আমেরিকার দেশটিতে ডলারের রিজার্ভ মারাত্মকভাব কমে যাওয়ায় পরিস্থিতি সহনীয় করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এপ্রিল মাসে তারা ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের চীনা পণ্যের আমদানি মূল্য ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তারপর থেকে প্রতি মাসে প্রায় ৭৯ কোটি মার্কিন ডলার সমমূল্যের পণ্য আমদানি মূল্য ইউয়ানে পরিশোধ করা হবে। ডলারের বহির্প্রবাহ সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা। চীনা রাষ্ট্রদূত জউ শাওলি এবং বিভিন্ন ক্ষেত্রের কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। -বিবিসি/এএফপি