মাতৃত্বকালীন অবকাশ যাপন করছেন তিনি। শুটিং থেকে অনেকটাই দূরে রয়েছেন। একমাত্র পুত্র রাজ্যকে নিয়েই তার ব্যস্ততা। বেশ দারুণভাবে মাতৃত্ব উপভোগ করছেন নায়িকা। রাজ্যকে নিয়েই কাটছে পরীমণির পুরো সময়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ফেসবুকে ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে করে কোথাও যাচ্ছেন তারা। মায়ের কোলে পরম নিশ্চিতে ঘুমাচ্ছে ছোট্ট রাজ্য। আর সে মুহূর্তই ক্যামেরাবন্দি করা হয়েছে।
ক্যাপশনে লিখেছেন, আমি তোর কাঁধে চড়ে ঘুরব পুরো দুনিয়া। বাজান আমার, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা তো। মুহূর্তেই তার সেই পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।