ঢাকার ধামরাইয়ে দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আব্দুল মান্নান ও সেকেন্ড ইন কমান্ড আবু বক্করকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আসামি আব্দুল মান্নান ও আবু বক্কর সহ ৫জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদালতে জামিনের আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ওরফে জিন্নাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যুগান্তরের সাংবাদিক শামিম খানের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান বাদল। আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ রানা খোকন।
এর আগে চলতি বছরে ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পায় আব্দুল মান্নান ও সেকেন্ড ইন কমান্ড আবু বক্কর। সেই সাথে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদনের আদেশ দেন হাইকোর্ট। যথা সময়ে আসামিরা অত্র আদালতে স্থায়ী জামিন গ্রহণের জন্য হাজির হলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ নথি তলবান্তে গত ২৬ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করেন।
দুই পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ওরফে জিন্নাহ এর আদালত সাংবাদিক শামীম খানকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আব্দুল মান্নান ও সেকেন্ড ইন কমান্ড আবু বক্করকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অন্য আসামি শাকিল আহমেদ, আবুল বাসার, আব্দুল জব্বারের জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারী শনিবার ১২টার সময় ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালন করার সময় দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানকে কুপিয়ে হত্যা চেষ্টা করে চেয়ারম্যানের ভাতিজা ও তার অনুসারীরা।
এ সময় তার সাথে থাকা ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোন, কর্মরত পত্রিকার আইডি কার্ড (সাংবাদিক পরিচয় পত্র) সহ নগদ অর্থ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় ওই সাংবাদিককে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাংবাদিক শামীম খানের ছেলে ইমরান খান বাদি হয়ে মামলা করেন।