ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে দখরকৃত প্রায় ২একর জমি উদ্ধার করে “বীর মুক্তিযোদ্ধা মাঠ” নামে একটি খেলার মাঠ নির্মাণ করেছে ধামরাই উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) প্রধান অতিথি হিসাবে এ মাঠের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
আরো উপস্থিত ছিলেন কুশুরা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট সোহানা জেসমিন মুক্তা,ঢাকা জেলা পরিষদ সদস্য নাছিমা আক্তার,বনলতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহফুযুল হক শাহীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন প্রমুখ।