ঢাকার ধামরাই উপজেলার বৈন্যা গ্রামে পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে অবস্থিত এ ক্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়াটার এর ডিআইজি কাজী জিয়া উদ্দিন,পুলিশ হেডকোয়াটার অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুলাহিল কাফী,পুলিশ হেডকোয়াটার এর অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস প্রমুখ।