কবি ইসমত শিল্পী সম্পাদিত শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা নান্দিকের ষষ্ঠ বর্ষপূর্তি সংখ্যা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় নান্দিকের এই সংখ্যা। নান্দিক প্রসঙ্গে কথা বলেছেন কবি ইসমত শিল্পী।
তিনি বলেন, নান্দিকের প্রতিটি সংখ্যার জন্যে আমি লেখকদের ধন্যবাদ জানাই। তাদের লেখার কারণেই সমৃদ্ধ একটি সংখ্যা প্রকাশ সম্ভব হয়। সময়মতো উপযুক্ত লেখা না পেলে বর্ষপূর্তি সংখ্যা এবারের বই মেলায় আনা অসম্ভব হতো।
এসময় কবি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নান্দিক যেভাবে এগোচ্ছে, দিন দিন দেশ থেকে বিদেশে একটি পরিচিত নাম হয়ে উঠছে। এতে ভীষণ আনন্দ পাই, তেমনি পরবর্তী পদক্ষেপের শক্তি ও সাহস জোগায়।
কবি জানান, এবারের সংখ্যায় প্রকাশিত লেখা ছাড়াও অনেকগুলো লেখা রেখে দিতে হয়েছে পরের সংখ্যার জন্যে। নান্দিকের সীমাবদ্ধ আয়তন বৃদ্ধি করেও সবগুলো লেখা এই সংখ্যায় দেয়া যায়নি বলে দুঃখ প্রকাশ করেন ইসমত শিল্পী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)