জমে উঠেছে বাঙ্গালির প্রাণের মেলা একুশে বইমেলা। মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই।
রবিবার বিকালে মেলায় মোড়ক উন্মোচিত হয়েছে লেখক সুভাষ আচার্যের ‘গুরুগৃহে উচ্চারণ শিক্ষা’ বইয়ের। স্কুল শিক্ষক সুভাষ, গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে শুদ্ধভাবে বাংলা শেখার উপায় নিয়ে বইটি লিখেছেন।
যখন প্রেম, বিরহ, থ্রিলার নিয়ে বিভিন্ন ধরণের গল্প, উপন্যাস, প্রবন্ধধর্মী বইয়ের জয়জয়কার তখন এমন একটি বিষয়বস্তু নিয়ে বই লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাংলা আমাদের মাতৃ ভাষা। এই ভাষার জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু সম্প্রতি পাশ্চাত্যের শিক্ষার প্রভাবে অনেকে বাংলা ভাষাটাকেই ঠিকমতো শিখতে চান না। তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।
মেলায় উৎস প্রকাশনীর ৮২, ৮৩ ও ৮৪ নম্বরে স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)