1. admin@noyasomoy24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে কম্বল পেল ৬শতাধিক পরিবার কেলিয়া নতুন কুঁড়ি একতা যুব সংঘের কার্য নির্বাহী কমিটি গঠন ধামরাই বাজার বণিক সমিতির নবগঠিত কমিটিকে সংবর্ধনা ধামরাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করছেন নাজমুল হাসান অভি কোরআনের চোখে জাহেলি যুগের বৈশিষ্ট্য লেফটেন্যান্ট তানজিম নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ধামরাইয়ে ঈশাননগর দেলধা সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যর মৃত্যু

নয়া সময় নিউজ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পলাশ মোল্লা (২২) মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। ২০১৮ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সদস্য পলাশ নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে ধারনা করা হচ্ছে। এ কারণে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর অধীনে ভর্তি হন পুলিশ সদস্য পলাশ। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ সদস্যর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত কনস্টেবল পলাশের শ্যালক ফিরোজ আলম বলেন, তার বোন জামাতা পুলিশ সদস্য পলাশ খেজুরের রস পান করেছিলেন। এরপর গত ১১ ফেব্রুয়ারি তার শরীরে জ্বর আসলে ওইদিন সকালে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

শেবাচিম হাসপাতালের আইসিইউ ইনচার্জ শাহানাজ পারভিন বলেন, আমাদের এখানে (শেবাচিম হাসপাতাল) ভর্তি করার পর পরই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনো আসেনি। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, পুলিশ সদস্য পলাশ নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। তবে তারমধ্যে ভাইরাসটির সবধরনের উপসর্গই ছিলো।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বিভাগের কোথাও এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। পুলিশ সদস্যর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-24 Noya Somoy 24.
Theme Customized BY LatestNews
Bengali BN English EN
error: Content is protected !!