ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নে আমেনা নূর-ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্য স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
শনিবার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে শত শত রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানে সাত জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিকস পরীক্ষা,রক্তচাপ,রক্তচাপ নির্নয় করা ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরার্মশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান,ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাসুম,ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া দিপু,সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ আলম কবির,যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান,কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।