প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান এফ রহমান কয়েকজন যাত্রী নিয়ে সিএনজিচালিত থ্রি হুইলার চালালেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে থ্রি-হুইলারের ড্রাইভিং সিটে বসে তিনি। ওই সময় যাত্রী হিসেবে তার পেছনে বসা ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এবং ওই এলাকার সংসদ সদস্য (ভালুকা উপজেলা) কাজিম উদ্দিন আহমেদ।
মঞ্চে রাখা থ্রি হুইলারে বসে দেশের শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান সেটি চালিয়ে কিছুদূর এগিয়ে যান। এ সময় তিনি বলেন, আমি আজকে খুবই আনন্দিত, ভালুকায় দেখলাম অনেক কারখানা। এখানে দেখলাম আন্তর্জাতিক মানের কারখানা হয়েছে। শিল্প সবাই করতে পারে, কিন্তু মন থেকে তৈরি করা কঠিন কাজ। দেশের মানুষ সব পারে, এটা শতভাগ বিশ্বাস করেন শেখ হাসিনা। দেশের অর্থনীতির বিকেন্দ্রীকরণ করা হচ্ছে, আমরা শুধু তৈরি পোশাকে নির্ভর করবো না। এখন থ্রি হুইলার ৭০ ভাগ দেশে বাকি ৩০ ভাগ আমদানি করা হচ্ছে। একদিন শতভাগ দেশে তৈরি হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সারা পৃথিবী পরিবেশ নিয়ে চিন্তিত, তাই এটা পরিবেশবান্ধব হবে। ইজিবাইক ও থ্রি হুইলারের নিবন্ধন নেই, এটা কেউ বলে না। নিবন্ধন না থাকায় রাজস্ব হারায় দেশ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করব।
পিএলসি এই প্রথমবার দেশেই এলপিজি ও সিএনজিচালিত থ্রি-হুইলার উৎপাদন শুরু করেছে রানার অটোমোবাইলস সিএমসি। এর মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি-হুইলার ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং কারখানার পথচলা শুরু হলো।
রানার-বাজাজ ব্রান্ডের পণ্যটি উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার অন্তত ৭০ শতাংশ হবে বলে জানিয়েছে উৎপাদক প্রতিষ্ঠান রানার কর্তৃপক্ষ। পণ্যটির মূল্য কত হবে তা আনুমানিকভাবে না জানালেও স্থানীয়ভাবে উৎপাদনের ফলে পণ্যটির দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।