ইতিহাস ঐতিহ্যের পটভূমিতে রচিত হয়েছে উপন্যাস ‘আদাভান’। বইটিতে মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর কিছু দিক তুলে ধরেছেন উপন্যাসিক গাজী তৌহিদুল ইসলাম সিজার (তৌহিদ সিজার)। বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে তিনি বর্তমান অর্থমন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। গ্রামের মেঠোপথ পেরিয়ে ছুটে বেরিয়েছেন আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংক-আইএমএফের সেই ইস্পাত পাথরের কার্যালয় পর্যন্ত। সরকারি চাকরির সুবাদে মানুষের জীবনকে তিনি দেখেছেন খুব কাছ থেকে। তাঁর নিজের জীবনের নানা অভিজ্ঞতা এবং ইতিহাস ঐতিহ্যের মিশেল এই আদাভান। মহান একুশের বইমেলায় ইতোমধ্যে পাঠকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে নতুন এই বইটি।
গল্পের প্রয়োজনে হৃদয়গ্রাহীভাবে উঠে এসেছে বিখ্যাত সাহাবা আবু হুরায়রা (রাঃ) এবং শ্রেষ্ঠ নবী রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের একটি ঘটনা, সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণ ও কৃষ্ণচূড়ার সম্পর্ক, কচুরীপানার মাধ্যমে বাংলার অর্থনৈতিক মন্দার মতো বিষয়গুলো।
পার্শ্ব চরিত্রর মধ্যে জন মিল্টন, নুরুদ্দিন, আব্দুল মজিদ পাঠকদের পছন্দ হবেই। গল্পে সমাজের বিভিন্ন অঙ্গতি, অনাচার, অন্যায়কে তুলে ধরে প্রতিবাদ করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর কিছুদিক তুলে ধরা হয়েছে যা পড়ার পর আপনার শরীরে শিহরন জাগাবে। এই গল্পের সমাপ্তিটা একদমই অপ্রত্যাশিত। বইটি অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষ্যে কারুবাক প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে।