ঢাকার ধামরাইয়ে ইন্টারসিটি মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি ) সকাল ৯টায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া ইন্টারসিটি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কাওয়ালিপাড়া খেলার মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া অনুষ্ঠানে ইন্টারসিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার উদ্বোধনায় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৫টি ইভেন্টে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল আকর্ষণীয় সতীনের ছেলে কার কোলে, ১৬০০ মিটার দৌড় ও পাতিল ভাঙ্গা। ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্টারসিটি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষকা মৌমিতা আক্তার ও রুপা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান বিএসসি, কাওয়ালিপাড়া বাজার বণিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, গাংগুটিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেয়া হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্টারসিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম হোসেন। মঞ্চ উপস্থাপনায় ও ধারা বর্ণনায় ছিলেন গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবুল কাশেম।