ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের উদ্যোগে মাদক সন্ত্রাস ও ভূমি দস্যুদের হাত থেকে কৃষিজমি রক্ষায় মানববন্ধন করেছে সাত গ্রামবাসী।
শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে কুল্লা ইউনিয়নের সাতটি গ্রামের শত শত এলাকাবাসী উপজেলর সীতি বাজারে এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা,মাদক সন্ত্রাস ও ভূমি দস্যু দমন,অবৈধ আকসিক নগরের সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার,শাস্তি,ফাঁসির ও আকসিক নগরে দখলকৃত বসতবাড়ি ফসলী জমি ফিরে পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন বদরুল সরদার,নজরুল ইসলাম,প্রলান মেম্বার,মনির হোসেন,জেসমিন সরদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)