সরকারি গাছ কাটার অপরাধে তারু মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) উপজেলার যাদবপুর ইউনিয়নে বেরশ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সরকারি গাছ কাটার অপরাধে তারু মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এ ছাড়া গাছগুলা প্রকাশ্যে নিলাম করে টাকা সরকারি কোষাগারে জমা হবে।
অভিযানে উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল-মোমিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)