সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকার ধামরাই উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা।
শুক্রবার ( ০৯ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের যাত্রাবাড়ী মোড় থেকে শুরু করে উপজেলার গেটে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও ঢাকা ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকছেদ,৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল,উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,উপজেলা যুবলীগ নেতা হারুন অর-রশিদ রোকন,পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারন সম্পাদক সানাউল হক সুজন প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ দেশের আরও উন্নয়ন করতে হলে আওয়ামী লীগ সরকার দরকার। কিন্তু বিএনপি-জামায়াত এ দেশকে পিছিয়ে ফেলতে চাচ্ছে। এজন্য তারা দেশে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করছে।বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে তারা সব সময় রাজপথে ছিলো ও থাকবে।