ধামরাইয়ে কৃষিজমি রক্ষা সংখ্যালঘু জেলে ও কৃষকদের বসতবাড়ি থেকে উচ্ছেদ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন করছে কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন ও এলাকাবাসী।
শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে কুল্লা ইউনিয়নের সাতটি গ্রামের শত শত এলাকাবাসী মাখুলিয়া সেলুঘাট এলাকায় এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা,অবৈধ আকসিক নগরের সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার,শাস্তি,ফাঁসির ও আকসিক নগরে দখলকৃত বসতবাড়ি ফসলী জমি ফিরে পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন আরমান,নজরুল ইসলাম, বজন রায়,প্রলান মেম্বার,বদরুল সরদার,মনির হোসেন,জেসমিন সরদার প্রমুখ।