ঢাকার ধামরাইয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) ধামরাই উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,ইটভাটার মালিক আহম্মদ হোসেন, খোরশেদ আলম,আব্দুল কাদের,আইনাল হক আইনু প্রমুখ।
ধামরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, প্রতিটি ভাটার বেশিরভাগ মালিকরাই ব্যাংক ঋণ অথবা আত্মীয়- স্বজনদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে ইটভাটা শুরু করা হয়। আমাদের প্রতিটি ইটভাটায় দুই থেকে তিনশত শ্রমিক কাজ করে। এখন হঠাৎ করেই যদি ভাটা বন্ধ করে দেয়া হয় তাহলে এই শতাধিক শ্রমিকেরা কি করবে এবং ভাটার মালিকরা কিভাবে ঋণ পরিশোধ করবে? তিনি আরো বলেন, অনেক ভাটা প্রথমে অনুমোদন নিয়ে চালু করেছিলো। কিন্তু বর্তমানে সেই ভাটা গুলোর নবায়নের জন্য আবেদন করা হলেও তা দেয়া হচ্ছে না। তা হলে প্রথমে কেন লাইসেন্স দিলেন? আমাদের সকলের দাবি সব ভাটার লাইসেন্স যেনো আমরা পাই৷ এবং বর্তমানে কয়লা সংকটের সমাধানের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)